• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মাদককারবারি আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২২, ০৮:৪৪ পিএম
মাদককারবারি আটক

কক্সবাজারের টেকনাফে ২০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকাসহ মোহাম্মদ সেলিম (৪২) নামের এক মাদককারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়। আটক সেলিম টেকনাফ সদরের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, মাদক মজুতের খবর পেয়ে বুধবার ভোরে সেলিমের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশ সেলিমের বাড়ির স্টিলের আলমারিতে মজুত রাখা অবস্থায় ২০ হাজার পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৬ লাখ টাকা জব্দ করে। এ সময় সেলিমকে আটক করা হয়।

ওসি আরও বলেন, এ ঘটনায় মাদক আইনে মামলা রুজু করে কক্সবাজার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
 

Link copied!