• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মাগুরায় গণকমিটির মানববন্ধন


মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২০, ২০২১, ০৩:৩৪ পিএম
মাগুরায় গণকমিটির মানববন্ধন

তেল গ্যাসসহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে মাগুরায় মানববন্ধন ও সমাবেশ করেছে জেলা গণকমিটি। 

শনিবার (২০ নভেম্বর) বেলা ১২টায় শহরের চৌরঙ্গী মোড়ে প্রেসক্লাবের সামনে তারা এ মানববন্ধন ও সমাবেশ করেন।

মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেনে গণকমিটির জেলা আহবায়ক এটিএম মহবত আলী। বক্তব্য রাখেন অধ্যক্ষ কাজী ফিরোজ, প্রকৌশলী সম্পা বসু, নিখিল মিত্র।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, প্রতিটা নিত্য পণ্যের দাম কমিয়ে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। শুধু ব্যবসায়ীদের কথা চিন্তা করলে হবে না। নিত্যপণ্যের দাম বেশি হওয়া ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। 

তারা আরো বলেন, লিটারে ১৫টা তেলের দাম বৃদ্ধি পাওয়ায় কৃষকরা এ বছর ধানের ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হবেন। 


 

Link copied!