মাগুরায় আবারও করোনা রোগীর সংখ্যা বেড়েছে। গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে শনাক্ত হয়েছেন আরও পাঁচজন।
শনিবার (২২ জানুয়ারি) সকালে জেলা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বিষয়টি নিশ্চিত করেছেন।
শহিদুল্লাহ দেওয়ান জানান, মাগুরা ২৫০ শয্যা হাসপাতালসহ ৪ উপজেলায় বর্তমানে ২৮ জন করোনা রোগী চিকিৎসাধীন। শনিবার নতুন করে শনাক্ত হয়েছে আরও পাঁচজন।
সিভিল সার্জন আরও জানান, হঠাৎ করে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সাধারণ মানুষকে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলা হচ্ছে। তা ছাড়া ভ্যাকসিনেশন কার্যক্রম চলমান রয়েছে। যারা ভ্যাকসিন নেননি, তাদের দ্রুত ভ্যাকসিনের আওতায় আসার জন্য আহ্বান জানান তিনি।