তৃতীয় ধাপে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওতায় মাগুরার ২ উপজেলায় ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে
রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।
ভোট গ্রহণের শুরুতেই কেন্দ্রগুলোতে ভোটারদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে।
এ নির্বাচনে মহম্মদপুর উপজেলায় ৮ ইউনিয়ন ও শালিখা উপজেলা ৭ ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। শালিখা উপজেলায় ৭ ইউনিয়নের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩৬ জন। এছাড়া সাধারণ সদস্য পদে ২৬৬ জন ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ৭৭ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ উপজেলায় ৭টি ইউনিয়নে ভোটার সংখ্যা ১ লক্ষ ৩৪ হাজার ৪৩০ জন।
৮২ কেন্দ্রের ৩৮৩ বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। যেখানে পুরুষ ভোটার রয়েছেন ৬৭ হাজার ৮৯৮ ও মহিলা ভোটার রয়েছেন ৬৬ হাজার ৫৩২ জন।
এছাড়া মহম্মদপুর উপজেলায় ৮ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৪ জন। এখানে সাধারণ সদস্য পদে ৩৬৫ ও সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১১৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। যেখানে ১ লাখ ৬৫ হাজার ৯০৮ জন ভোটার ৯২ কেন্দ্রের ৪৫৬ বুথে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এখানে পুরুষ ভোটার রয়েছেন ৮৪ হাজার ৯২২ ও মহিলা ভোটার রয়েছেন ৮০ হাজার ৯৮৬ জন। সকল ইউনিয়নের ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। তথ্যগুলো নিশ্চিত করেছেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ অলিউল ইসলাম।