• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০


ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৩, ২০২২, ১২:১৩ পিএম
মাইকিং করে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ২০

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় মাইকিং করে দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

বুধবার (২৩ মার্চ) সকালে উপজেলার ঘারুয়া ও চৌকিঘাটা গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, সকালে উপজেলার ঘারুয়া বাজার সংলগ্ন ঘারুয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে দেশীয় অস্ত্র নিয়ে দুগ্রুপের মধ্যে মহড়া চলে। পরে প্রায় দেড় ঘণ্টা পর্যন্ত দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হন। এই সময় বাজারের কিছু দোকান পাট ক্ষতিগ্রস্ত হয়।

এই বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা বিপ্লব জানান, খবর পেয়ে সংঘর্ষ থামাতে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।

Link copied!