মানিকগঞ্জের সিঙ্গাইর পৌরসভার মধ্যপাড়া মহল্লার শ্রীশ্রী রাধা গোবিন্দ মন্দিরে গ্রিল ও দরজার সিটকিনি ভেঙে চুরির ঘটনা ঘটেছে। এতে মূর্তির অঙ্গে থাকা লক্ষাধিক টাকার স্বর্ণালংকার চুরি হয়।
বুধবার (১৫ ডিসেম্বর) রাতে এ দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে।
মন্দিরের দায়িত্বে থাকা সেবায়েত ত্রিনাথ চক্রবর্তী ও তার স্ত্রী মনি চক্রবর্তী জানান, রাতের কোনো এক সময় মন্দিরের এসএস গ্রীল ও দরজা ভেঙে চোরেরা ভেতরে প্রবেশ করে রাধা গোবিন্দ মূর্তির গলায় থাকা ২টি স্বর্ণের চেইন, ২ জোড়া কানের দুল, গোপাল মূর্তির গলায় ১টি স্বর্ণের চেইন ও স্বর্ণের তুলসীপাতা নিয়ে যায়। খবর পেয়ে সিঙ্গাইর থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিকুল ইসলাম মোল্যাহ জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। এখনো মামলা হয়নি।