মেহেরপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে এক দালালকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৯ জানুয়ারি) দুপুরের দিকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার-ভূমি) আবু সাঈদ এ দণ্ডদেশ দেন। দণ্ডপ্রাপ্ত ব্যক্তি চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার খরদ গ্রামের সোনাউল্লাহ মন্ডলের ছেলে মিনারূল ইসলাম (৪০)।
জেলা গোয়েন্দা শাখার (ডিবি) উপ-পরিদর্শক অজয় কুমার কুন্ডুর নেতৃত্বে অভিযান চালানো হলে সন্দেহভাজন হিসাবে আটক করা হয় মিনারুল ইসলামকে। এ সময় তার কাছ থেকে ৪টি পাসপোর্ট বই ও বেশ কয়েকটি নকল ভোটার আইডি কার্ড পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতে তাকে কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।