ভোলা শহরের স্টেডিয়াম সড়কে একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬ হাজার ২০০ লিটার ভোজ্যতেল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি ওই তেল মজুত তরা ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (১৩ মার্চ) রাতে ওই সড়কের ইউসুফ মহলে অভিযান চালিয়ে এ রায় দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকিব ওসমান। এ সময় জব্দ তেলসহ গোডাউনটি সিলগালা করে দেওয়া হয়।
ভোলা জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. মোস্তফা সোহেল জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা পৌর ১ নম্বর ওয়ার্ডের ইউসুফ মহল নামে একটি বাড়িতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় সেখানে বিভিন্ন কোম্পানির ৫ হাজার ৯০৪ লিটার সয়াবিন, ৮০ লিটার সানফ্লাওয়ার ও ২১৬ লিটার সরিষার তেলসহ মোট ৬ হাজার ২০০ লিটার ভোজ্যতেল মজুত রাখার বৈধ কাগজ দেখাতে না পারায় ডিলার মো. রাশেদুল আমিনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আকিব ওসমান ডিলার রাশেদুল আমিনকে ২০ হাজার টাকা অর্থদণ্ড করার পাশাপাশি মজুত তেলসহ গোডাউনটি সিলগালা করে দেন।
মো. মোস্তফা সোহেল আরও জানান, ধারণা করা হচ্ছে ডিলার রাশেদুর আমিন এসব তেল বেশি দামে বাজারে বিক্রির উদ্দেশ্যে মজুদ করে রেখেছিলেন।