• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

‘ভোজ্যতেলের দাম কিছুটা কমে আসবে’


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১১, ২০২২, ০১:২৯ পিএম
‘ভোজ্যতেলের দাম কিছুটা কমে আসবে’

সরকারি পদক্ষেপের কারণে ভোজ্যতেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শুক্রবার (১১ মার্চ) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

আইনমন্ত্রী বলেন, “সরকার ভোজ্যতেলের দাম নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে। আমার মনে হয় সরকারি পদক্ষেপের কারণে ভোজ্যতেলের দাম দ্রুত সময়ের মধ্যে কিছুটা কমে আসবে।”

আনিসুল হক আরও বলেন, “গত ৪০ বছরে সারা বিশ্বে ভোজ্যতেলের দাম যে পরিমাণ বাড়েনি, সম্প্রতি সময়ে তার চেয়ে অনেক বেশি বেড়েছে। যার প্রভাব বাংলাদেশে পড়েছে।”

নির্বাচন কমিশন নিয়ে আইনমন্ত্রী বলেন, “নতুন নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তারা তাদের দায়িত্ব বুঝে নিয়েছেন। আমার বিশ্বাস, তাদের প্রথম কাজ হিসেবে তারা শিগগিরই জেলা পরিষদ নির্বাচন দিয়ে দেবেন।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!