বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ফাইনালে চরম উত্তেজনামূলক ম্যাচে বরিশালকে ১ রানে হারিয়ে তৃতীয় শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শিরোপা জয়ে কুমিল্লা জুড়ে চলছে বিজয়োৎসব। শেষ বলে জয় নিশ্চিত হওয়ার সঙ্গে সঙ্গে আনন্দ মিছিল বের করেছে কুমিল্লার ক্রিকেট প্রেমীরা।
এ সময় আতশবাজির ঝলক আর ‘কুমিল্লা’ ‘কুমিল্লা’ স্লোগানে মুখরিত হয়ে উঠে কুমিল্লা নগরীর অলিগলি। কুমিল্লা নগরীর পূবালী চত্বরে জড়ো হয় কয়েক হাজার ক্রিকেটপ্রেমী। পরে তারা মিছিল নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এছাড়া জেলার প্রায় সবকটি উপজেলায় আনন্দ মিছিল হওয়ার খবর পাওয়া গেছে।