• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ২


জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২২, ০৫:৪৮ পিএম
ভারতে অনুপ্রবেশের দায়ে আটক ২

জয়পুরহাটের পাঁচবিবি সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশকালে দুই বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার হাটখোলা সীমান্তের সোনাতলা এলাকা থেকে তাদের আটক করা হয়।

জয়পুরহাট-২০ বিজিবির হাটখোলা বিওপি কমান্ডার নায়েব সুবেদার নইমুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন উপজেলার পশ্চিম উচনার মৃত হেছাব উদ্দিনের ছেলে সাহাবুল (৩৫) এবং হাটখোলা গ্রামের ফচির উদ্দিনের ছেলে বেলাল উদ্দিন (৪৫)।

বিওপি কমান্ডার নায়েব সুবেদার নইমুল ইসলাম জানান, আটককৃতরা ভোররাতে উপজেলার হাটখোলা সীমান্তের সোনাতলা এলাকা দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিলেন। এসময় শূন্যরেখায় দায়িত্বরত বিজিবির সদস্যরা দুইজন বাংলাদেশিকে আটক করে। পরে তাদের পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র দেব জানান, আটকদের বিরুদ্ধে বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় মামলা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Link copied!