ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ৯ নেতাকে দলীয় পদ থেকে অব্যাহতি এবং চূড়ান্ত বহিষ্কারের জন্য কেন্দ্রের নিকট সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ। আসন্ন চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হওয়ায় তাদের এই অব্যাহতি দেওয়া হয়।
শুক্রবার (১০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় বোয়ালমারী থানা রোডস্থ উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্ত জানান দলের নেতারা। সিদ্ধান্তের লিখিত আদেশটি পাঠ করেন উপজেলা আওয়ামীলী গের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল।
বোয়ালমারী উপজেলার অব্যহতি প্রাপ্ত নেতারা হলেন- উপজেলার শেখর ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি আবুল কালাম আজাদ, গুণবহা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মু. আমিনুল ইসলাম, পরমেশ্বর্দী ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক আ. মান্নান মাতুব্বর, রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হেমায়েত হোসেন মোল্যা, ময়না ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক নাসির মো. সেলিম, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. কামরুজ্জামান, দাদপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, স্বতন্ত্র প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সদস্য শামীম মোল্যা ও স্বতন্ত্র প্রার্থী এবং ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. হারুন-আর-রশিদ।
এ বিষয়ে বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এম. এম মোশাররফ হোসেন মুশা মিয়া জানান, পদ-পদবিহীন যে সমস্ত আওয়ামী লীগ সমর্থক ও সহযোগী সংগঠনের নেতাকর্মী দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বা বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করছেন ভবিষ্যতে তাদের বিরুদ্ধে দলীয়ভাবে ব্যবস্থা নেওয়া হবে।