• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬
গ্রাহকের টাকা আত্মসাৎ

বেসরকারি এজেন্ট ব্যাংকের পরিচালক আটক


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ২৯, ২০২১, ০৫:৪০ পিএম
বেসরকারি এজেন্ট ব্যাংকের পরিচালক আটক

জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি এজেন্ট ব্যাংকের অর্ধশতাধিক গ্রাহকের আমানতের কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় একজনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৩৯)। 

তিনি বেসরকারি ব্যাংক ডাচবাংলা ব্যাংকের সেই এজেন্ট ব্যাংকের পরিচালক বলে জানা গেছে।

মঙ্গলবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ১১টার দিকে ময়মনসিংহ থেকে আটক করার কথা নিশ্চিত করেছেন ময়মনসিংহ কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ শাহকামাল আকন্দ ও জামালপুর ডাচ বাংলা ব্যাংকের এরিয়া ম্যানেজার আমিনুল ইসলাম।

জানা গেছে, ডাচ বাংলা এজেন্ট ব্যাংক মেলান্দহ শাখার গ্রাহকের কোটি টাকা আত্মসাৎ করেছে পরিচালক ইসমাইল হোসেন, ক্যাশিয়ার আ. সামাদ এবং অফিস সহকারি রেহানা পারভীন। পরে টাকা আত্মসাতের বিষয়টি জানা জানি হবার পরপরই তারা আত্মগোপনে চলে যায়। এ ব্যাপারে গ্রাহক এবং ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ বাদি হয়ে পৃথক মামলা দায়ের করেন।

এছাড়া পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষও অভিযোগের তদন্ত করছেন। 

আটকরা হলেন- অভিযুক্তরা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই এবং রেহানা পারভীন আ. সামাদের স্ত্রী। ইসমাইল হোসেন মেলান্দহ পৌরসভার ফুলচ্ছেন্না গ্রামের মোহাম্মদ আলীর ছেলে, আ. সামাদ আদিপৈত গ্রামের সমেদ শেখের ছেলে এবং রেহানা পারভীন আ. সামাদের স্ত্রী।

পুলিশ ও ব্যাংক কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ইসমাইল আন্ত: নগর তিস্তা ট্রেনে জামালপুর থেকে ঢাকায় পাড়ি জমানোর গোপন খবরের প্রেক্ষিতে ডাচ বাংলার ব্যাংকের লোকজন ময়মনসিংহ রেল স্টেশন থেকে কোতোয়ালি থানা পুলিশের সহায়তায় আটক করেন। বর্তমানে ইসমাইল ময়মনসিংহ থানা পুলিশের হেফাজতে আছে।

এদিকে ইসমাইল হোসেনের আটকের খবরে আজ (২৯ ডিসেম্বর) প্রতারিত গ্রাহকরা জামালপুর ডাচ বাংলা ব্যাংকে ভীড় করে।

Link copied!