নড়াইলে বিভিন্ন আয়োজনে বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৮৭তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (২৬ ফেব্রুয়ারি) নূর মোহাম্মদ নগরে তার পৈত্রিক বাড়িতে সকালে কোরআনখানি, সকাল ১০টায় নড়াইল সদর উপজেলার চন্ডিবরপুর ইউনিয়নের নুর মোহাম্মদ নগরে অবস্থিত বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের স্মৃতিস্তম্ভে ফুলের শ্রদ্ধা নিবেদন ও গার্ড অব অনার প্রদান করা হয়।
জেলা প্রশাসন, জেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, পুলিশ প্রশাসন, বাংলাদেশ আওয়ামী লীগ, বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ ট্রাস্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্মৃতি জাদুঘরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার প্রবীর কুমার রায়, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আজিজুর রহমান ভূইয়া, জেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার এডএসএ মতিন, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার প্রতিনিধিরা।
নূর মোহাম্মদ ১৯৩৬ সালের ২৬ ফেব্রুয়ারি নড়াইল সদর উপজেলার মহিষখোলা গ্রামে জন্মগ্রহণ করেন (বর্তমানে নূর মোহাম্মদনগর)। তার পিতা মোহাম্মদ আমানত শেখ ও মা জেন্নাতুন্নেছা।