• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু


জামালপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২২, ০৫:২৬ পিএম
বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে বাবা ইনতাজ আলী (৫০) ও তার ছেলে ফিরোজ মিয়ার (১৯) মৃত্যু হয়েছে।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গোবিন্দনগর গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্র জানায়, সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির মধ্যে গোবিন্দনগর গ্রামের কৃষক ইনতাজের সেচপাম্পের তার ছিঁড়ে যায়। দুপুরে তার ছেলে ফিরোজ ছেঁড়া তার মেরামত করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন। এসময় চিৎকার শুনে ছেলেকে বাঁচাতে বাবা ইনতাজ ছুটে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই বাবা এবং হাসপাতালে নেওয়ার পথে ছেলের মৃত্যু হয়।

পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম মানিক বিষয়টি নিশ্চিত করে বলেন, সেচপাম্পের ছেঁড়া তার মেরামত করতে গিয়ে বাবা-ছেলের মৃত্যু হয়েছে।
 

Link copied!