বিএনপি-জামায়াতকে কুঁজোর দল হিসাবে আখ্যায়িত করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান।
শুক্রবার (১৮ মার্চ) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের ১ নম্বর গেটের সামনে নির্মিত মঞ্চে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জম্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের আলোচনা সভায় বক্তব্যে তিনি এ কথা বলেন।
শাজাহান খান বলেন, “কুঁজোরা সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করেন, স্বপ্ন দেখেন কিন্তু তা পারেন না। আজকে বিএনপি একটি কুঁজোর রাজনৈতিক দলে পরিনত হয়েছে। তারা আর কোনো দিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না।”
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আরও বলেন, “বঙ্গবন্ধু কখনো হটকারী রাজনীতি করেন নি। বিএনপি-জামায়াত হটকারী রাজনীতি শুরু করেছিল বলে আজকে বাংলাদেশের জনগণ তাদের কথায় ওঠে-বসে না। কেউ তাদের কথায় কান দেয় না। তারা আন্দোলনের কথা বলেন, আন্দোলন করতে পারেন না। কেননা তারা কুঁজো হয়ে গেছেন।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। এতে বক্তব্য রাখেন জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, সিরাজুল মোস্তফা, মির্জা আজম,মাহাবুবুল আলম হানিফ, ফরিদুনেচ্ছা লায়লা ও মাহবুব আলী খান।