হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বাস ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার পাশে ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইনুল ইসলাম ও স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের শায়েস্তাগঞ্জ উপজেলার উলুকান্দি-বিরামচর সড়কের হাইওয়ে থানার সামনে সিলেট থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় অপর একটি বাস দ্রুতগতিতে এলে ত্রিমুখী সংঘর্ষ সৃষ্টি হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজন মারা যান। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
সর্বশেষ খবর অনুযায়ী চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেলেও আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে বলে জানা গেছে। আহতদের অধিকাংশকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া গুরুতর আহত অনেককে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।