• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বান্দরবানে সন্ত্রাসী হামলায় সেনাসদস্য নিহত


বান্দরবান প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২২, ১০:৪১ এএম
বান্দরবানে সন্ত্রাসী হামলায় সেনাসদস্য নিহত

বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের হামলায় এক সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় গোলাগুলিতে জেএসএস গ্রুপের তিন সন্ত্রাসী মারা গেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, সেনাবাহিনীর অপর একজন সদস্য এ ঘটনায় আহত হয়েছেন।

বুধবার (২ ফেব্রুয়ারি)  রাত সাড়ে ১০টার দিকে সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে ১১ সদস্যের একটি দল রুমা জোনের আওতায় জেইংগা পাড়ায় এবং সেফ পাড়া এলাকায় পরিদর্শনে যান। এ সময় তাদের ওপর জেএসএস সশস্ত্র দল হামলা চালায়।

এতে সিনিয়র অফিসার হাবিবুর রহমানের মাথায় এবং সৈনিক ফিরোজ হোসেন পায়ে গুলি লাগে। আত্মরক্ষার্থে সেনাবাহিনীর গুলি চালালে জেএসএসের তিন সদস্য নিহত ও একজন আহত হন। 

আহত সেনাসদস্য ফিরোজ বর্তমানে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন।
 
অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত ১টি এসএমজি, ২৪৯ রাউন্ড তাজা গুলি, ৩টি এম্যোনিশন ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, ৪ জোড়া ইউনিফর্ম এবং  ৫২ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়।

Link copied!