প্রেমের সম্পর্ক থেকে বিয়ে, অতঃপর স্বামী-সন্তানকে সঙ্গে নিয়ে সুদূর জার্মানি থেকে বরিশালে ছুটে আসেন আলিসা থেওডোরা পিত্তা। বরিশালের ছেলে রাকিব হোসেন শুভর সঙ্গে জার্মানিতে পরিচয়ের পর পরিণয়, এরপর বিয়ে হয় তাদের।
তবে সেখানে বাঙালি রীতি অনুযায়ী ঢাকঢোল পিটিয়ে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়নি। এবার বাঙালি রীতিতে বরিশালের মাটিতে হলো তাদের বিয়ের অনুষ্ঠান।
শুক্রবার (১১ মার্চ) বরিশাল সদর উপজেলার চরবাড়িয়ার উলাল বাটনা এলাকার বাসিন্দা ও চরবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলামের বাড়িতে অনুষ্ঠিত হয় বউভাত অনুষ্ঠান।
শহিদুল ইসলাম জানান, ৬৫টি বড় বড় পাত্রে বিয়ের রান্নার আয়োজন করা হয়, যেখানে দুপুরে খাওয়ার জন্য ৩ হাজার মানুষের খাবারের আয়োজন ছিল। সবকিছু ভালোভাবে সম্পন্ন হয়েছে। বিয়ের প্রতিটি আয়োজন দেখে ছেলের বউ ও তার বান্ধবী বেশি খুশি বলেও জানান তিনি।
ইতোমধ্যে শ্বশুরবাড়ির আথিতেয়তায় বেশ খুশি আলিসা। বিয়ের অনুষ্ঠানের পাশাপাশি গ্রামের বিভিন্ন জায়গা ঘুরে বেড়ানো, ছবি তোলায় সময় কাটাচ্ছেন তিনি ও তার বান্ধবী। সবার সঙ্গে হাসিমুখে কথা বলায় এরই মধ্যে পরিণত হয়েছেন সবার মধ্যমণিতে। তার প্রতি আদর-যত্নের কমতি রাখছেন না প্রতিবেশীরাও।
এর আগে বুধবার (৯ মার্চ) সন্ধ্যায় আলিসার শ্বশুর শহিদুল ইসলামের বাড়িতেই গায়েহলুদের আয়োজন করা হয়। শুক্রবার বউভাত অনুষ্ঠানে উভয়ই বিয়ের সাজ সাজেন। অনুষ্ঠানে আমন্ত্রিতদের যখন খাবার দেওয়া হয় তখন সেখানে উভয়কেই দেখা যায় খোঁজখবর নিতে।
এদিকে বিয়ের এ আয়োজন ঘিরে বাড়ির দুই প্রান্তে প্রায় দুই কিলোমিটার সড়কজুড়ে বাহারি রংয়ের আলোকসজ্জা করা হয়েছে। সেই সঙ্গে বসানো হয় তোরণও। অন্যদিকে বাড়ির পাশের মাঠে করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।