• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

বাংলাদেশি যুবককে আটক করে পুলিশে দিল বিএসএফ


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২২, ১০:০৮ এএম
বাংলাদেশি যুবককে আটক করে পুলিশে দিল বিএসএফ

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাদেশ-ভারত সীমান্ত এলাকা থেকে এক যুবককে আটক করে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। অভিযোগ উঠেছে সীমান্ত অতিক্রম করে অবৈধ পথে ভারতে প্রবেশের দায়ে তাকে আটক করা হয়।

আটক ওই যুবকের নাম মোহাম্মদ জামাল (২৮) বলে জানা গেছে। তিনি পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার কাশিমগঞ্জ এলাকার বাসিন্দা। 

আটকের পরে ওই যুবককে আইনি প্রক্রিয়ায় ভারতীয় পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ।

মোহাম্মদ জামালের আটকের বিষয়টি সোমবার (১০ জানুয়ারি) রাতে ভারতীয় গণমাধ্যমে প্রচারিত সংবাদের মাধ্যমে নিশ্চিত হওয়া গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশের তেঁতুলিয়া উপজেলার রনচন্ডি/গোয়াল গছ সীমান্ত এলাকা অতিক্রম করে ভারতের দার্জিলিং জেলার ফাঁসিদেওয়া মানগছ সীমান্ত এলাকায় বেশ কয়েকজন প্রবেশ করে। এ সময় ভারতের ফকিরপাড়া বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাদের ধাওয়া করলে বাকিরা পালিয়ে গেলেও জামাল আটক হন। পরে তাকে আইনি প্রক্রিয়া শেষে ফাঁসিদেওয়া থানা-পুলিশের হাতে তুলে দেয় বিএসএফ। ভারতীয় পুলিশ জামালকে অনুপ্রবেশের দায়ে আটক দেখিয়ে ভারতের শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠায়।

পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম ফজলে রাব্বি বলেন, “এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ এখনো অভিযোগ করেনি। থানায় মিসিং রিপোর্টও করেনি। অন্যদিকে বিএসএফ এ বিষয়ে আমাদের কোনো কিছু জানায়নি। তারা আমাদের জানালে তাদের সঙ্গে যোগাযোগ করা হবে।”

Link copied!