• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

বদলে যাচ্ছে লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ


লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৫, ২০২২, ১০:১১ এএম
বদলে যাচ্ছে লক্ষ্মীপুরের সড়ক যোগাযোগ

গ্রাম হবে শহর, আর শহর নগর। সরকারের এমন স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে লক্ষ্মীপুরে। এরই ধারাবাহিকতায় দ্রুত গতিতে চলছে জেলার উন্নয়ন কার্যক্রম। ফলে আর থাকবে না কোনো কাঁচা সড়ক। গ্রামের মেঠোপথও হচ্ছে পাকা। চলছে কালভার্ট-সেতুর কার্যক্রমও।পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার কাজও চলছে সমানতালে। এসব কাজ শেষ হলে বদলে যাবে নারকেল-সুপারি আর সয়াবিনের রাজধানী লক্ষ্মীপুর জেলা।

সড়ক ও জনপথ বিভাগের তথ্য মতে, গত ১২ বছরে লক্ষ্মীপুরে সড়ক ও ব্রিজ নির্মাণে ব্যয় হয়েছে ৪ হাজার ৯০ কোটি ৫ লক্ষ ৯০ হাজার টাকা। এ ছাড়াও বরিশাল-ভোলা-মজু চৌধুরী হাট সড়ক, লক্ষ্মীপুর শহর সংযোগ সড়ক, লক্ষ্মীপুর থেকে রামগতি চর আলেকজান্ডার সোনাপুর-মাইজদী সড়ক, মান্দারী থেকে দাসের হাট সড়ক, মান্দারী-দাসের হাট সড়কের সেতু, লক্ষ্মীপুর শহর সংযোগের তেরবেকী সেতু, হাজীগঞ্জ-রামগঞ্জ-লক্ষ্মীপুরের মণ্ডলতলী সেতুটির নির্মাণ কাজ চলমান ও কর্মপরিকল্পনায় রয়েছে। এ সব সড়কে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ২৫২ কোটি ৯ লাখ ৮১ হাজার টাকা এবং সেতুতে ব্যয় ধরা হয়েছে ৪ হাজার ৯১৮ কোটি ৯৭ হাজার টাকা। এ সব রাস্তার পাশে রয়েছে ড্রেনেজ ব্যবস্থাও।

জেলার ভোলা-বরিশাল সড়কের পাশে লোকজন জানান, বরিশাল-ভোলা-মজু চৌধুরী হাট সড়ক প্রশস্ত হাওয়ায় দক্ষিণাঞ্চলের প্রায় ২১ জেলার মানুষের সঙ্গে যোগাযোগ, ব্যবসা-বাণিজ্যের উন্নয়ন ঘটবে। এই সড়কের কারণেই তৈরি হবে মেলবন্ধন। এক সময় লক্ষ্মীপুর শহর থেকে মজুচৌধুরী ঘাটে যেতে সময় লাগত যেখানে তিন ঘণ্টা। সড়কটি প্রশস্ত হওয়ার কারণে সময় লাগবে মাত্র ২০ মিনিট। একই সঙ্গে লক্ষ্মীপুর শহর সংযোগ সড়কের কাজ চলমান। পরিকল্পনাধীন আছে লক্ষ্মীপুর থেকে রামগতি চর আলেকজান্ডার-সোনাপুর-মাইজদী সড়ক। এ ভাবে জেলার রামগতি, রামগঞ্জ, রায়পুর, কমলনগর ও সদরসহ সর্বত্র চলছে সড়কের কাজ। 

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী তুহিন আল মামুন জানান, বিগত সময়ের চেয়ে রাস্তাঘাট পুল কালভার্ট ও ব্রিজের নির্মাণ কাজ হয়েছে তা চোখে পড়ার মতো। প্রায় ১৫ হাজার কোটি টাকার কাজ হয়েছে এবং চলমান রয়েছে কয়েক হাজার কোটি টাকার কাজ।

এলজিইডি তথ্যমতে, ২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে শুরু করে ২০২১ সালের ৩০ জুন পর্যন্ত  মোট উন্নয়ন প্রকল্প অনুমোদন করা হয়েছে ৪ হাজার ২৪টি। এই বিপুলসংখ্যক প্রকল্প বাস্তবায়নে ব্যয় ধরা হয়েছে ২ হাজার ১৮৯ কোটি ৯১ লাখ ৪৬ হাজার টাকা। 

এলজিইডির বাস্তবায়নে পল্লী সড়ক উন্নয়ন ১৭১৮ কিলোমিটার। যার ব্যয় হয়েছে ১২৮৮ কোটি ৫০ লাখ টাকা। পল্লী সড়ক মেরামতে ১২২৮ কিলোমিটারের জন্য বরাদ্দ হয়েছে ৩৯১ কোটি ৬৮ লাখ টাকা। ৪৯০ মিটার সেতু ও কালভার্ট নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫১ কোটি ১৮ লাখ টাকা।

জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ রায়পুর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরউদ্দিন বলেন, “আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই উন্নয়নের কাজ লেগেই থাকে। শেখ হাসিনা সরকার এলে রাস্তাঘাট পুল-কালভার্ট ব্রিজসহ বড় বড় মেগা প্রকল্প হয়। তারই প্রমাণ লক্ষ্মীপুরের দৃশ্যমান উন্নয়নের কাজ। আর এটি হচ্ছে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের রোল মডেল।”

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!