জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘১০২ তম জন্মবার্ষিকী’ ও ‘জাতীয় শিশু দিবস’ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ফেনী-২ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারীসহ সর্বস্তরের মানুষ।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকাল ৯টায় ফেনীর রাজাঝির দিঘীর পাড়স্থ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এ সময় জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান, পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদ চেয়ারম্যান খায়রুল বশর মজুমদার, পৌর মেয়র নজরুল ইসলাম মিয়াজী স্বপন, উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল।
এদিকে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবনে জাতীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, কেক কাটা, পুরস্কার বিতরণ, স্বেচ্ছায় রক্তদানসহ দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে।