• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা: ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট


টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ১১:১২ এএম
বঙ্গবন্ধু সেতুতে দুর্ঘটনা: ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজট

টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর লাশবাহী গাড়ির সঙ্গে অজ্ঞাত এক পরিবহ‌নের সাথে সংঘ‌র্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে আহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ।

শুক্রবার (১৪ জানুয়া‌রি) সকাল সা‌ড়ে ৬টার দি‌কে বঙ্গবন্ধু সেতু ওপর ২৬ নম্বর পিলা‌রের কা‌ছে এই দুর্ঘটনা ঘ‌টে।

এদিকে দুর্ঘটনায় কবলিত প‌রিবহন সরা‌নোর জন্য সকাল ৭টা ৫ মিনিট থেকে সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত টোল আদায় বন্ধ ছিল। যার ফলে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়‌কের ১৩ কি‌লো‌মিটার এলাকা জু‌ড়ে যানজ‌টের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

এছাড়া সেতু পূর্ব ও প‌শ্চিম মহাসড়‌কে যানজট লেগেছে।

মহাসড়‌কে দীর্ঘ যানজ‌টের ফ‌লে ঢাকাগামী প‌রিবহনগু‌লো বিকল্প হি‌সে‌বে বঙ্গবন্ধু সেতু পূর্ব গোল চত্বর-ভূঞাপুর-এলেঙ্গা-টাঙ্গাইল আঞ্চ‌লিক সড়ক দি‌য়ে চলাচল কর‌ছে। এতে করে এ সড়কেও বিভিন্ন স্থানে যানজট সৃষ্টি হয়।

জানা যায়, সেতুর ওপর ২৬ নম্বর পিলা‌রের কা‌ছে ঢাকাগামী লাশবা‌হী অ‌্যাম্বু‌লেন্স‌কে ‌পিছন থে‌কে অজ্ঞাত আরেকটি প‌রিবহন ধাক্কা দি‌লে চালক আহত হন। এতে ঢাকাগামী লে‌নে যানবাহন চলাচল বন্ধ হ‌য়ে যায়। প‌রে কিছু সম‌য়ের জন‌্য সেতু‌তে টোল আদায় বন্ধ ছিল।

বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষ সূত্রে জানা গে‌ছে, ভোররাত থে‌কেই প‌শ্চিমপা‌ড়ে সিরাজগ‌ঞ্জের অং‌শে মহাসড়‌কে প‌রিবহ‌নের চাপ ‌ছিল। এতে ধীরগ‌তি‌তে চলাচল ক‌রে‌ছে যানবাহন। প‌রে দুর্ঘটনায় ক্ষ‌তিগ্রস্ত প‌রিবহন‌টি স‌রি‌য়ে নেওয়ার পর প্রায় দেড় ঘণ্টাপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ততক্ষ‌ণে সেতুর দুপা‌শের মহাসড়‌কের যানজ‌টের সৃ‌ষ্টি হয়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার উপপ‌রিদর্শক (এসআই) শ‌রিফুল ইসলাম ব‌লেন, “সকা‌লের দি‌কে সেতুর ওপর দুর্ঘটনা ঘটে। ফলে দেড় ঘণ্টার মতো টোল বন্ধ থাকে এবং মহাসড়‌কের দুপা‌শের যানজটের সৃ‌ষ্টি হয়। এছাড়াও যানজ‌টের ফ‌লে মালবাহী ট্রাক চালকরা গা‌ড়ি বন্ধ ক‌রে ঘু‌মি‌য়ে প‌ড়েন। এতে যানজটের সৃ‌ষ্টি হয়। মহাসড়‌কে গা‌ড়ির চাপ র‌য়ে‌ছে।”

Link copied!