ফেনী-১ আসনের সংসদ সদস্য শিরীন আখতার বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বাংলাদেশ ও ৩০ লাখ শহীদের আত্মদানকে যারা স্বীকার করে না এবং দেশবিরোধী ষড়যন্ত্রে জড়িত ব্যক্তিদের কঠোরভাবে দমন করা হবে।
সোমবার (২৭ ডিসেম্বর) ফেনীর ফুলগাজী উপজেলার আনন্দপুর ইউনিয়নের চন্দনবিয়া এলাকায় উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি শিরিন আখতার বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়নকে বিশ্ব নেতৃত্ব বিস্ময়ে দেখছেন। দেশের অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, কর্ণফুলী নদীতে টানেল নির্মাণ, মেট্রোরেল, দেশের অবকাঠামো উন্নয়ন ও খাদ্যে স্বয়ংসম্পূর্ণ আজ বাংলাদেশ।”
এতে শুভেচ্ছা বক্তব্য দেন আনন্দপুর ৩ নম্বর ওয়ার্ড সদস্য উপজেলা জাসদের সহসভাপতি মোহাম্মদ রিয়াজ উদ্দিন।
ফুলগাজী উপজেলা জাসদের সভাপতি দুলাল বৈদ্য সভাপতিত্বে আরও বক্তব্য দেন ছাগলনাইয়া উপজেলা জাসদের সাধারণ সম্পাদক রেজাউল করিম সোহাগ, ফুলগাজী ছাত্রলীগের সভাপতি শামছুল হক ভূঁইয়া রাশেদ ও স্থানীয় ওবায়দুল হক।