জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগের সভাপতি ও পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম জুমান তালুকদারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন শেষে তাকে বহিষ্কার করা হয়। এর আগে জামালপুর জেলা ছাত্রলীগ বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের পদ থেকে সাময়িক বহিষ্কার করে ৭ দিনের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, জাহিদুল ইসলাম জুমান তালুকদার কাকিলাকুড়া ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নিয়ে চাচা তুহিন তালুকদারের পক্ষে নির্বাচনে গণসংযোগসহ প্রচার কাজে অংশ নিচ্ছেন। এতে আওয়ামী লীগ বিব্রত হচ্ছে। দলীয় শৃঙ্খলা ফিরিয়ে আনতেই জুমানকে বহিষ্কার করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয় বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।