প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে বহিষ্কার হলেন যশোরের ঝিকরগাছা উপজেলার পানিসারা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার সোহাগ।
বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে উপজেলা ছাত্রলীগের সভাপতি এহসানুল হাবিব শিপলু ও সাধারণ সম্পাদক কামাল হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কার করে।
এর আগে বৃহস্পতিবার বিকেলে ঝিকরগাছা উপজেলার গদখালি বাজারে তবিবর রহমান তবির দোকানে গিয়ে অস্ত্র নিয়ে ভয়ভীতি দেখান সোহাগ।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলাবিরোধী কার্যকলাপে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ ছাত্রলীগ, যশোর জেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদক বরাবর সুপারিশ করা হলো।