• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

পাসপোর্ট, ব্যাংক চেকসহ প্রতারক আটক


কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২২, ০৮:৪৩ এএম
পাসপোর্ট, ব্যাংক চেকসহ প্রতারক আটক

কক্সবাজারের ঈদগাঁও বাঁশঘাটা এলাকায় অভিযান চালিয়ে আবদুল জলিল (৩৫) নামের এক প্রতারককে আটক করেছে র‍্যাব-১৫। এ সময় তার কাছে থেকে ৮৫টি বাংলাদেশি পাসপোর্ট, ৩টি ব্যাংক চেক, ৯টি সিল ও দুটি স্ট্যাম্প প্যাড ও নগদ ৭১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

সোমবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫-এর সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন।

আটক আবদুল জলিল ঈদগাঁওয়ের পোকখালী ইছাখালীর মৃত আবদুর জব্বারের ছেলে।

সহকারী পরিচালক মো. বিল্লাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কয়েকজন ব্যক্তি কক্সবাজারের ঈদগাঁও থানাধীন বাঁশঘাটা সড়কে একটি অফিস কক্ষে বিভিন্ন অবৈধ পাসপোর্ট, নকল সিলমোহর ব্যবহারসহ অনৈতিক কাজ করে আসছে।

রোববার (২০ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে আবদুল জলিলকে আটক করা হয়। এ সময় তার সহযোগীরা কৌশলে পালিয়ে যায়। তাকে তল্লাশি করে ৮৫টি ভিন্ন নামের বাংলাদেশি পাসপোর্ট, ৯টি সিলমোহর, দুটি স্ট্যাম্প প্যাড, তিনটি ব্যাংক চেক ও নগদ ৭১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

র‌্যাবের এই কর্মকর্তা আরও জানান, জিজ্ঞাসাবাদে আবদুল জলিল স্বীকার করেন, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন পাসপোর্ট, এনআইডি ও নকল সিলমোহর নিজ হেফাজতে রেখে বিভিন্ন অনৈতিক কাজ করে আসছিল। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার জন্য ঈদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

Link copied!