• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূতি উপলক্ষে সংগীত শিল্পীদের রোড শো


খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১, ২০২১, ০৯:০৫ পিএম
পার্বত্য শান্তি চুক্তির বর্ষপূতি উপলক্ষে সংগীত শিল্পীদের রোড শো

ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তির ২৪তম বর্ষপূতি উপলক্ষে খাগড়াছড়িতে রোড শো করেছেন সংগীত শিল্পীরা।

বুধবার (১ ডিসেম্বর) সকালে জেলা পরিষদ প্রাঙ্গণে ভ্রাম্যমাণ সংগীত পরিবেশনায় রোড শোর উদ্বোধন করেন জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী।

জেলা পরিষদ থেকে শুরু হয়ে কৃষি গবেষণা, পেরাছড়া, স্বনির্ভর, বটতলীসহ শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রোড শো। এসময় শিল্পীরা উন্নত সমৃদ্ধ খাগড়াছড়ি বিনির্মাণের জন্য বিভিন্ন গণসংগীত ও পাহাড়ের ঐতিহ্যবাহী সংগীত পরিবেশনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল  হক ভূঞা, নির্বাহী কর্মকর্তা টিটন খীসা, নির্বাহী প্রকৌশলী তৃপ্তি শংকর চাকমা, প্রশাসনিক মোহাম্মদ সাইফুল্লাহ ও জনসংযোগ কর্মকর্তা চিংলামং চৌধুরী।

Link copied!