পাবনা কেন্দ্রীয় বাস টার্মিনাল ও ঈশ্বরদী রেলস্টেশনে রিকশাচালক, সিএনজিচালক ও ভাসমান ছিন্নমূল মানুষের মধ্যে কম্বল ও মাস্ক বিতরণ করেছেন পুলিশ সুপার মোহাম্মাদ মহিবুল ইসলাম খান।
বুধবার (১৯ জানুয়ারি) দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়। বিতরণের সময় অতিরিক্ত পুলিশ মাসুদ আলম, সদর থানার ওসি আমিনুল ইসলাম, ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদসহ পুলিশের অন্যান্য সদস্য ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বলেন, “প্রচণ্ড শীতে ছিন্নমূল ও অসহায় মানুষকে একটা করে কম্বল দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এর চেয়ে আনন্দের আর কি হতে পারে? এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশবাহিনীর দায়িত্ব বলে মনে করি। শীতে কোনো দুস্থ পরিবার যেন শীতের কষ্ট না পায়, সে জন্য তাদের পাশে এসে শীতবস্ত্র নিয়ে দাঁড়িয়েছি। শীতার্তদের মধ্যে শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে।”