• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

পানিতে ডুবে শিশুর মৃত্যু


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২২, ০৩:২৪ পিএম
পানিতে ডুবে শিশুর মৃত্যু

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপ‌জেলায় পানিতে ডুবে মহায়মিম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (১৬ জানুয়ারি) উপজেলার  জামালপুর ইউনিয়নে এ ঘটনা ঘ‌টে। নিহত শিশু জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের শরীফ শেখের ছেলে।

নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, দুপুরে খেলতে খেলতে মহায়মিম বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু ক‌রতে থাকে। পরে বাড়ির পা‌শের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। সেখান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।

জামালপুর ইউনিয়ন প‌রিষদ চেয়ারম্যান এ কে এম ফরিদ হোসেন বাবু জানিয়েছেন, শিশু‌টির মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের শোকের ছায়া নেমে এসেছে।

Link copied!