• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬

মানসিক প্রতিবন্ধীর নবজাতক নিয়ে তিন নারীর কাড়াকাড়ি


ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২১, ১০:৩০ এএম
মানসিক প্রতিবন্ধীর নবজাতক নিয়ে তিন নারীর কাড়াকাড়ি

কিশোরগঞ্জের ভৈরবে এক মানসিক প্রতিবন্ধীর নবজাতকের লালনপালনের দায়িত্ব নিতে তিন নারীর কাড়াকাড়ি ও একপর্যায়ে ঝগড়া শুরু হয়।

বুধবার (২৪ নভেম্বর) রাতে এ ঘটনার খবর পেয়ে ভৈরব রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস আহমেদ বিশ্বাস ঘটনাস্থলে গিয়ে নবজাতটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজকে অবগত করে রেলওয়ে পুলিশ।

ওসি মো. ফেরদাউস আহম্মদ বিশ্বাস জানান, বুধবার রাতে ভৈরব রেলওয়ে জংশন স্টেশন এলাকায় রেললাইন ঘেঁষে এক মানসিক প্রতিবন্ধীর ঘরে নবজাতক শিশুটির জন্ম হওয়ার পর সন্তান রেখে পালিয়ে যায়। শিশুটিকে দেখার পর এক নারী কোলে নেন। এরপর আরও দুই নারী এসে শিশুটিকে নিয়ে যেতে চাইলে তিন নারীর ত্রিমুখী ঝগড়া শুরু হয়।

খবরে রেলওয়ে পুলিশ ও নবজাতকসহ তিন নারীকে রেলওয়ে থানায় নিয়ে যায়। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউএনওর পরামর্শে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ বলেন, “ঘটনাটি রেলওয়ে থানার ওসি আমাকে অবগত করার পর শিশুটিকে হাসপাতালে রাখতে নির্দেশ দিয়েছি। বৃহস্পতিবার এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে কোনো ছোট নিবাসে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।”

Link copied!