খাগড়াছড়ির পর্যটনশিল্পকে এগিয়ে নিতে প্রকাশিত ব্র্যান্ডবুকের মোড়ক উন্মোচন করা হয়েছে। আলুটিলা-রিছাং-গিরি বৈচিত্র্যময় খাগড়াছড়ি এই স্লোগানকে প্রতিপাদ্য করে প্রকাশিত হয় জেলা ব্র্যান্ডবুক।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের নবনির্মিত স্টাডিরুমে মোড়ক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা।
উন্মোচন অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তারা বলেন, ‘ব্র্যান্ডবুকের মাধ্যমে জেলার পর্যটনশিল্পকে গুরত্ব দিয়ে তুলে ধরা হয়েছে। এর মাধ্যমে দেশি-বিদেশি পর্যটকরা জেলা সর্ম্পকে ধারণা পাবে। ব্র্যান্ডবুকের জেলার পর্যটন কেন্দ্র, ইতিহাস, ক্ষুদ্র নৃগোষ্ঠীর ঐতিহ্য, বিভিন্ন উৎসব তুলে ধরা হয়েছে।’
ব্র্যান্ড বুকে পার্বত্য খাগড়াছড়ির জেলার জীবনধারা, ইতিহাস প্রক্রিয়া খাগড়াছড়ি,পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, জেলা প্রশাসনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যকক্রম, আলুটিলা প্রাকৃতিক গুহা, রিছাং ঝরনাসহ বিভিন্ন পর্যটন এলাকার সচিত্র ছবি তুলে ধরা হয়। এছাড়া চাকমা, মারমা, ত্রিপুরা নৃগোষ্ঠীর জীবনধারা, ঐতিহ্য, উৎসব, খাদ্যভাস এবং জেলার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরা হয়েছে।