ফরিদপুরের নগরকান্দা উপজেলায় নৌকায় তুলে নিয়ে চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের আইনপুর গ্রামে।
শনিবার (১২ মার্চ) বিকালে নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, উপজেলার আইনপুর গ্রামের নারান মালোর ছেলে এক সন্তানের জনক অশোক মালো (৩৬) প্রতিবেশী চতুর্থ শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে শুক্রবার (১১ মার্চ) দিনগত রাতে বাড়ির পাশে কুমার নদে থাকা একটি নৌকায় তুলে ধর্ষণ করেছে বলে অভিযোগ করেন মেয়েটির পরিবার। ধর্ষণের শিকার শিশুটি পুরো ঘটনা তার পরিবারকে জানায়। এ ঘটনার পর থেকে ধর্ষণের অভিযোগ ওঠা অশোক মালো পলাতক।
নগরকান্দা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার সুমিনুর রহমান বলেন, “এ ব্যাপারে একটি মামলা প্রক্রিয়াধীন। এছাড়া ঘটনাটি তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”