চাঁপাইনবাবগঞ্জে ভোটকেন্দ্র থেকে এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ এনে ভোট শুরুর তিন ঘণ্টা পর ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোহা. জাকারিয়া।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর ১২টায় সদর উপজেলার রানিহাটি ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রার্থী নির্বাচন বর্জনের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে তিনি নৌকা প্রতীকের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করেন।
মোবাইল ফোনে মোহা. জাকারিয়া বলেন, “ভোট শুরুর পর থেকেই আমার বাড়ি ঘিরে রাখা হয়েছে। দুপুর ১২টা পর্যন্ত বাড়ি থেকে কোথাও বের হতে পারিনি। ১ ও ৯ নম্বর ওয়ার্ড ছাড়া বাকি সব ওয়ার্ডে আমার নৌকা প্রতীকের এজেন্টদের জোরপূর্বক বের করে দেওয়া হয়েছে। তাই আমি নিজে স্বজ্ঞানে এই ভোট বর্জনের ঘোষণা দিলাম।”