• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

নাটোর কারাগারে কয়েদির মৃত্যু


নাটোর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ১৮, ২০২২, ১২:১০ পিএম
নাটোর কারাগারে কয়েদির মৃত্যু

নাটোর জেলা কারাগারে ওসমান শেখ (৩৩) নামের এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক মামলায় সাজা ভোগ করছিলেন। 

বৃহস্পতিবার (১৭ মার্চ) রাত ৮টার দিকে ওসমান শেখ অসুস্থ হয়ে পড়লে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

নাটোর কারাগার সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওসমান শেখ। পরে চিকিৎসার জন্য নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৪ মার্চ মাদক গ্রহণের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে সাজা প্রদান করা হয়। 

নাটোর জেল সুপার আব্দুর রহিম জানান, কয়েদি ওসমান শেখ হেরোইনসেবী ছিলেন। তাকে কারাগারে আনার পর থেকে নেশার জন্য ছটফট করছিলেন। বৃহস্পতিবার রাতে তিনি স্ট্রোক করেন। অসুস্থ অবস্থায় রাতে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

Link copied!