যশোরের অভয়নগর উপজেলায় নবনির্বাচিত ইউপি সদস্য উত্তম সরকারকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
অভয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ফারুকুজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, পঞ্চম ধাপের ইউপি নির্বাচনে নিহত উত্তম সরকার সুন্দলী ইউনিয়নের ওয়ার্ড মেম্বার নির্বাচিত হয়েছেন।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক নিরাপত্তা বাহিনীর এক সদস্য জানান, ইউনিয়ন পরিষদে দাপ্তরিক কাজে ছিলেন উত্তম। সে সময় ফোন করে তাকে ঘটনাস্থলে ডেকে নিয়ে হত্যা করা হয়।
এদিকে গত বছরের জুন থেকে নতুন বছরের জানুয়ারি পর্যন্ত পাঁচ ধাপের নির্বাচনের প্রতি ধাপেই প্রতিদ্বন্দ্বীদের মধ্যে সংঘাতে মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৫১ জন।