বাবা, পরের বার আবার ভোট দিতে পারব কি না জানিনে। তাই অনেক কষ্ট করে আজ ভোট দিতে আইচি (এসেছি)। হয়তো ইডাই (এটাই) আমার জীবনের শেষ ভোট।
কথাগুলো বলছিলেন ৮০ বছরের বৃদ্ধা নন্দবালা বিশ্বাস।
তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে রোববার (২৮ নভেম্বর) বেলা দুইটার দিকে মাগুরার শালিখা উপজেলার তালখড়ি ভোটকেন্দ্রে গিয়ে কথা হয় নন্দবালা বিশ্বাসের সঙ্গে। নন্দবালা তালখড়ি গ্রামের সুশান্ত বিশ্বাসের স্ত্রী।
জানতে চাইলে বৃদ্ধা নন্দবালা বিশ্বাস বলেন, “স্বামী গত হয়ে গেছে অনেক বছর আগে। এখন ভালো চলাফেরা করতি পারিনে। তাও ভাবলাম মরার আগে ভোটটা দিয়েই যাই। যে কারণে ক্রাচে বর করে ভোট দিতে এসেছি।”
পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছেন কিনা? জানতে চাইলে ওই বৃদ্ধা বলেন, “হ বাবা দিছি। ভালো পরিবেশেই ভোট দিলাম। কোনো ঝামেলা নেই।”