রাজবাড়ীর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের দৌলতদিয়া প্রান্তে সৃষ্টি হয়েছে দীর্ঘ জটের। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীবাহী বাসের যাত্রীরা এবং ট্রাকচালকেরা।
শুক্রবার (২৫ মার্চ) দৌলতদিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাকা-খুলনা মহাসড়কের প্রায় চার কিলোমিটার অংশজুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে। এছাড়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের প্রায় সাড়ে তিন কিলোমিটার অংশজুড়ে পণ্যবাহী ট্রাকের সারি রয়েছে।
ঘাটসংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মাওয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচলে সময় বেশি লাগায় যানবাহনের চাপ বেড়েছে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে।
বিআইডাব্লিউটিসি দৌলতদিয়া ঘাট শাখার সহকারী মহাব্যবস্থাপক (বাণিজ্য) মো. শিহাবউদ্দিন জানান, দৌলতিদয়া রুটে বর্তমানে ১৮টি ফেরি চলাচল করছে। এর মধ্যে ১০টি রো রো ফেরি, ৫টি ইউটিলিটি, ২টি টানা এবং ১টি মাঝারি ফেরি চলাচল করছে। রো রো ফেরি গোলাম মওলা ও ইউটিলিটি ফেরি শাপলা শালুক বর্তমানে বন্ধ আছে।
তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টা এই নৌরুটে ৬৩৮টি বাস, ১২৫৮টি ট্রাক ও ১৮৭২টি ছোটগাড়ি পারাপার হয়েছে।
এদিকে ঘাটে দীর্ঘ সময় যানজটে থেকে ভোগান্তিতে পড়েছে যাত্রী ও ট্রাকচলকেরা। চুয়াডাঙ্গা থেকে আসা ট্রাকচালক মোস্তফা বলেন, “গত রাতে যানজটে এসে আটকেছি। এখন অবধি ফেরির দেখা পাই নাই। আরও কত সময় লাগবে তা-ও বুঝতে পারছি না।”
যশোর থেকে আসা আরেক ট্রাকচালক সিরাজুল বলেন, “খোলা জায়গায় আমাদের খাওয়া, বাথরুম কিংবা বিশ্রামের সুযোগ না থাকায় আমাদের ভোগান্তি বেশি।”
সাতক্ষীরা লাইনের যাত্রী তাবাসুম বলেন, “৩-৪ ঘণ্টা অপেক্ষা করে ফেরিতে উঠতে হচ্ছে। তীব্র গরমে বাসের মধ্যে দীর্ঘ সময় বসে থাকা খুবই অসহ্যকর।”