শীতে কাঁপছে দেশের দক্ষিণ-পশ্চিমের জেলা চুয়াডাঙ্গা। চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। সোমবার (২০ ডিসেম্বর) দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করেছে এ জেলায়। শীতের তীব্রতায় বিপর্যস্ত এ এলাকার মানুষ।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের দেওয়া তথ্যমতে, সোমবার চুয়াডাঙ্গার তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস, যা দেশের সর্বনিম্ন।
সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই জেঁকে বসছে শীত। রাতের সঙ্গে বাড়ে শীতের তীব্রতাও। ভোরের দিকে শীতের তীব্রতা আরও বেশি।
এদিকে চুয়াডাঙ্গার ওপর দিয়ে চলছে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ। চলতি ডিসেম্বর মাসজুড়েই এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. সামাদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।