চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ধর্মপুর ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আনোয়ার হোসেন (৫৩) নামে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এ সংঘর্ষের ঘটে।
আনোয়ার হোসেন ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মৃত কালু মিয়ার ছেলে বলে জানা গেছে।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল জলিল বলেন, “দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় আনোয়ার নামে একজনের মৃত্যু হয়েছে। তবে কীভাবে আনোয়ার মারা গেছেন তা ময়নাতদন্তের পরে জানা যাবে।”
ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি।
স্থানীয়রা জানায়, ৫ নম্বর ওয়ার্ডে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের ইলিয়াস চৌধুরী এবং নৌকা প্রতীকের প্রার্থী নাসির উদ্দিন টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল নিক্ষেপ ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মাটিতে লুটিয়ে পড়েন আনোয়ার। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে আওয়ামী লীগ প্রার্থী নাসির উদ্দিন টিপু বলেন, “বিকেলে নির্বাচন অফিসে বসেছিলাম। এ সময় ইলিয়াসের নেতৃত্বে তার লোকেরা আমার ও আমার সমর্থকদের ওপর হামলা করে। এ সময় আত্মরক্ষার্থে দৌঁড়ে ঘটনাস্থল ত্যাগ করি আমরা।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াস চৌধুরী বলেন, “আনোয়ার আমার সমর্থক ছিলেন। ৫ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় টিপুর সমর্থকরা আমাদের ওপর হামলা করে। তাদের হামলায় আনোয়ার মারা যান।”
এদিকে আগামী ৭ ফেব্রুয়ারি সাতকানিয়া উপজেলার ইউনিয়নগুলোতে নির্বাচন অনুষ্ঠিত হবে।