প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৫ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘন কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু হয়।
এর আগে মঙ্গলবার (৪ জানুয়ারি) রাত দেড়টা থেকে ঘন কুয়াশার কারণে মাঝনদীতে যেকোনো ধরনের নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় তৈরি হয় নৈশকোচ এবং পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি। হাজারের বেশি গাড়ি আটকা পড়ে দৌলতদিয়ায়।
সরেজমিনে গিয়ে দেখা যায়, ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া জিরো পয়েন্ট থেকে ঢাক-খুলনা মহাসড়কের সাড়ে ৫ কিলোমিটার অংশ জুড়ে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি এবং দৌলতদিয়া ঘাট থেকে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দের মোড়ে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রয়েছে প্রায় ৪ কিলোমিটার অপচনশীল পণ্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানের সারি।
ফেরি চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়তে হয় রাজধানীগামী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষকে। প্রায় ৯ ঘণ্টা তীব্র কুয়াশা এবং ঠান্ডা সহ্য করে তাদের অবস্থান করতে হয় ফেরিঘাট এলাকায়।