• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২২, ০৮:২৮ এএম
ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল চালকের মৃত্যু

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল, ট্রাক্টর ও ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে রিপন (৩২) নামের এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) রাতে তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তা বাজার এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। 

নিহত রিপন তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত সুলতানের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রাতে মোটরসাইকেল যোগে পঞ্চগড় থেকে তেঁতুলিয়ায় বাড়িতে ফিরছিলেন রিপন। মোটরসাইক উপজেলার দেবনগর ইউনিয়নের মাগুরমারি চৌরাস্তা বাজার এলাকায় পৌঁছালে কাঠ বোঝাই একটি ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষ ঘটে। এ সময় মোটরসাইকেলসহ রিপন একটি ট্রাকের নিচে ছিটকে পড়ে। ট্রাকটি চালকসহ মোটরসাইকেলটিকে বেশ কিছু দূরে টেনে নিয়ে যায়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রিপনের মৃত্যু হয়। 

তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম খান সড়ক দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার পর ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে যায়।

Link copied!