পাবনার রূপপুর প্রকল্পে কাজাখস্তান নাগরিক সেভিস ভ্লাদিমির (৫০) হত্যার ঘটনায় মামলা হয়েছে। এর আগে আটক বেলারুশের তিন নাগরিককে মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) রায়হান পারভেজ জানান, রূপপুর প্রকল্পের কর্মরত (এএসই) কোম্পানির পরিচালক ইউরি ফেদরি বাদী হয়ে রোববার (২৭ মার্চ) রাতে তিন বেলারুশীয়কে আসামি করে মামলা করেছেন। তিন বেলারুশ নাগরিক হলেন ফিতারি, হেন্ডাজ ও ভ্লাদিমির। সেই মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে সোমবার (২৮ মার্চ) সকালে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এস আই রায়হান পারভেজ আরও জানান, রোববার দুপুরে পাবনা জেনারেল হাসপাতাল মর্গে নিহত কাজাখস্তান নাগরিক সেভিস ভ্লাদিমিরের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়। ময়নাতদন্তে প্রাথমিকভাবে ছুরিকাঘাতে মৃত্যুর বিষয়টি জানা গেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গের হিমাগারে রাখা হয়েছে।
এ ঘটনা আহত অপর কাজাখস্তান নাগরিক নিহতের ভাই আমরে ঢাকার ইউনিভার্সাল হাসপাতাল চিকিৎসাধীন রয়েছেন। দুই ভাই বছর খানেক আগে রূপপুর প্রকল্পে কাজ করতে আসেন।
হত্যার কারণ সম্পর্কে মামলার তদন্তকারী কর্মকর্তা রায়হান পারভেজ বলেন, ঘটনার দিন নিহত সেভিস ভ্লাদিমির ও তার ভাই আমরে রূপপুর গ্রিনসিটি আবাসিক এলাকার ৬ নম্বর ভবনে বেলারুশ নাগরিকদের ফ্ল্যাটে যান। সেখানে আর্থিক লেনদেন বিষয় নিয়ে কথা কাটাকটির জেরে হত্যার ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিন বেলারুশ নাগরিক হত্যা ও কারণ সম্পর্কে পরিষ্কার করে তেমন কিছুই বলেনি। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।