• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা


সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২২, ০৪:৫৩ পিএম
ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া ১৭ শিক্ষার্থীকে সংবর্ধনা

সিরাজগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগের ১৭ জন শিক্ষার্থী একসঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ভর্তির সুযোগ পায়নি কখনো।

তাইতো আগের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী ঢাবিতে ভর্তির সুযোগ পাওয়া শিক্ষার্থীদের ডেকে এনে সংবর্ধনা দিলেন কলেজটির ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াস। 

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে শহরের নর্থ টাউন রেস্টুরেন্টের হলরুমে শিক্ষার্থীদের সংবর্ধনা দেন তিনি। এ সময় শিক্ষার্থীদের প্রতিজনকে একটি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী বই তুলে দেন।

মোহাম্মদ ইলিয়াস বলেন, “২০১৮ সালে আমি এ কলেজে যোগ দেই। প্রথমেই শিক্ষার্থীদের প্রশ্ন করি কে কে ঢাবিতে ভর্তি হতে চাও। তখন সবাই একযোগে হাত তোলে। পরে ঢাবিতে সুযোগ পেতে কিভাবে পড়াশোনা করতে হবে-সে বিষয়ে দিক নির্দেশনা দেই। শিক্ষার্থীদের প্রতিশ্রুতি দেই যারা ঢাবিতে চান্স পাবে তারা যে যেখানেই থাকুক না কেন আমি তাদের সংবর্ধনা দেব। এবার ১৭ শিক্ষার্থী ঢাবিতে সুযোগ পেয়েছে। তাদের উৎসাহ দিতেই আজকের এ আয়োজন।”

সহকারী অধ্যাপক আরও বলেন, “সিরাজগঞ্জ সরকারি কলেজের মানবিক বিভাগ থেকে এর আগে ৫/৭ জনের বেশি ঢাবিতে সুযোগ পেত না। এবার পেয়েছে ১৭ জন। এছাড়াও দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়েও সুযোগ পেয়েছে অধিকাংশ শিক্ষার্থী।”

Link copied!