• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পাচ্ছেন নেত্রকোণার জেলা প্রশাসক


নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২১, ০৮:৫৫ পিএম
ডিজিটাল বাংলাদেশ পুরস্কার পাচ্ছেন নেত্রকোণার জেলা প্রশাসক

জেলা পর্যায়ে ‘ডিজিটাল বাংলাদেশ পুরস্কার ২০২১’এর ‘সাধারণ-সরকারি (শ্রেষ্ঠ ব্যক্তি)’ ক্যাটাগরিতে নেত্রকোণা জেলা প্রশাসক কাজি মো. আবদুর রহমান ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব উইমেন্স কর্নার ডিজিটাল প্ল্যাটফর্ম’ শীর্ষক উদ্যোগটি চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের পক্ষ হতে আগামী ১২ ডিসেম্বর পুরস্কার গ্রহণ করার জন্য ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক (যুগ্মসচিব) (দায়িত্বে) মো. রেজাউল মাকছুদ জাহেদীর স্বাক্ষরিত চিঠির মাধ্যমে আমন্ত্রণ জানানো হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১২ ডিসেম্বর ২০২১, রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত ডিজিটাল বাংলাদেশ দিবস ২০২১ এর উদ্বোধনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!