• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত


ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২২, ০৮:৫১ পিএম
ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর চায়না মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন বাবু মিয়া (২৫), ইয়াসিন মিয়া (১৮) ও রিপন মিয়া (৩০)।

পুলিশ জানায়, ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ চায়না মোড় এলাকায় শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ময়মনসিংহগামী একটি ড্রাম ট্রাক চলন্ত অবস্থায় একটি মোটরসাইকেলকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেলে থাকা তিনজনের মধ্যে দুইজন ঘটনাস্থলেই নিহত হন। একজনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ কামাল আকন্দ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 

স্বদেশ বিভাগের আরো খবর

Link copied!