• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৩


রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২২, ০৮:১১ এএম
ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে নিহত ৩

ঢাকা-ফরিদপুর মহাসড়কের রাজবাড়ীর বসন্তপুর নামক এলাকায় ট্রাক-প্রাইভেট কারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

রোববার (৩০ জানুয়ারি) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ফরিদপুর সদর উপজেলার মাচ্চর ইউনিয়নের শিবরামপুর গ্রামের আকবর আলী শেখের ছেলে মো. আমিনুল ইসলাম আলিম (৫২), একই ইউনিয়নের খলিলপুর গ্রামের জলিল মৌলভীর ছেলে মাসুদ মৌলভী (৫৪) ও একই গ্রামের মৃত ছোরাপউদ্দিন সরদারের ছেলে হিটু সরদার (৪২)। নিহত আলিম মাচ্চর ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য এবং হিটু খলিলপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি।

আহতরা হলেন সুলতানাপুর ইউনিয়নের রওশন ব্যাপারীর ছেলে শামীম ব্যাপারি (৪০) এবং মাচ্চর ইউনিয়নের মৃত আজিজুল হকের ছেলে জিএম মোর্শেদ প্রিন্স (৫০)। 

খানখানাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. শরিফুল ইসলাম জানান, ঢাকা-খুলনা মহাসড়কের বসন্তপুর রেলক্রসিংয়ের আগে ঢাকা থেকে আসা ট্রাকের পেছনে প্রাইভেট কারটি ধাক্কা দিলে ঘটনাস্থলেই ২ জন মারা যান। বাকিদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে আরেকজন মারা যান। 

Link copied!