পাবনার ঈশ্বরদীর উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কে মালবাহী ট্রলি ও শ্যালো ইঞ্জিনচালিত অটোভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আকতার আলী বিশ্বাস (৭০)। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আরও দুইজন।
শনিবার (১৮ ডিসেম্বর) রাতে উপজেলার দাশুড়িয়া-কুষ্টিয়া মহাসড়কের জয়নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, নিহত আকতার আলী অটোভ্যানের যাত্রী ছিলেন। তিনি ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের চরমিরকামারি গ্রামের মৃত ফকির আলী বিশ্বাসের ছেলে। আহত দু যাত্রীর নাম-পরিচয় জানা যায়নি।
রোববার (১৯ ডিসেম্বর) সকালে পাকশী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল বাশার এ তথ্য নিশ্চিত করেছেন।
এ বিষয়ে পুলিশ জানায়, দাশুড়িয়ার দিক থেকে একটি পাওয়ার ট্রলি যাচ্ছিল রূপপুরের দিকে। হঠাৎ ট্রলিটির সামনের চাকা খুলে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানের সঙ্গে ট্রলিটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান অটোভ্যান যাত্রী আকতার।
এছাড়া অটোভ্যানের আহত দুই যাত্রীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয় স্থানীয়রা। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ওসি আসাদুজ্জামান আসাদ বলেন, “তবে এ ঘটনায় এখনও কেউ অভিযোগ করেননি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ ঘাতক পাওয়ার ট্রলিকে আটক করেছে। তবে চালক পালিয়ে গেছেন।”