• ঢাকা
  • রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘটে জ্বালানি সরবরাহ বন্ধ


খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২২, ১২:২৯ পিএম
ট্যাংকলরি শ্রমিকদের ধর্মঘটে জ্বালানি সরবরাহ বন্ধ

ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা বিভাগের ১০ জেলায় মঙ্গলবার (২৯ মার্চ) ভোর থেকে ধর্মঘট পালন করছেন শ্রমিকরা। অভিযুক্তদের গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা। ধর্মঘটের ফলে খুলনার ১০ জেলায় তেল সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে হামলার ঘটনায় শ্রমিক নেতা আল আমিনের ভাই বাদী হয়ে খালিশপুর থানায় মামলা করেছেন।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী বলেন, “সকাল থেকে পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য এ কর্মসূচি চলবে। শ্রমিকরা ইউনিয়ন অফিসের সামনে জড়ো হয়ে প্রতিবাদ সমাবেশ করছে।”

জানা গেছে, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাশিপুর বাংলার মোড়ে ৭-৮ জন সন্ত্রাসী হামলা চালিয়ে শ্রমিক নেতা আল আমিনকে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারীরিক অবস্থা গুরুতর। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিলেন সেখানে গাড়ি (ট্যাংকলরি) রেখে প্রতিবাদ শুরু করেন। নগরীর নতুন রাস্তা মোড়ে দুপুর ১টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। প্রশাসনের আশ্বাসে বিকেল ৪টায় সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।
 
খালিশপুর থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, “এ ঘটনায় আল আমিনের ভাই জাহাঙ্গীর বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ ১০-১২ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে।”

Link copied!