• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

টিউলিপ বাগান দেখতে তেঁতুলিয়ায় ফখরুল


পঞ্চগড় প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২২, ০৯:৫০ পিএম
টিউলিপ বাগান দেখতে তেঁতুলিয়ায় ফখরুল
টিউলিপ ফুল বাগান পরিদর্শনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দেশের সর্ব উত্তরের সীমান্তবর্তী জেলা পঞ্চগড়। এ জেলার তেঁতুলিয়া উপজেলায় আট নারী উদ্যোক্তার চাষ করা টিউলিপ ফুল বাগান দেখে অভিভূত বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় টিউলিপ ফুল বাগানে স্বপরিবার নিয়ে পরিদর্শন করেন তিনি।

শনিবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের শারিয়ালজোত ও দর্জিপাড়া গ্রামে আট নারীর টিউলিপ ফুল বাগানে সস্ত্রীক ও মেয়েসহ পরিবার নিয়ে পরিদর্শন করেন মির্জা ফখরুল। 

এ সময় চাষীরা মির্জা ফখরুলকে টিউলিপ ফুল দিয়ে বরণ করে নেন। পরে ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) তেঁতুলিয়া মহানন্দা কটেজে দুপুরের খাবার খেয়ে বাংলাবান্ধা জিরো পয়েন্ট বন্দরে ভ্রমণ করেন তিনি। সে সময় মহানন্দ কটেজের ভিতরেও গড়ে উঠা টিউলিপ বাগানে মহাসচিব পরিদর্শন করেন। 

এ সময় তার সঙ্গে সফরসঙ্গী হিসেবে ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন রঞ্জু ও যুবদলের যুগ্ম- আহ্বায়ক সামিউল করিমসহ স্থানীয় নেতাকর্মীরা।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বিএনপির মহাসচিব বলেন, “আমি কোনো রাজনৈতিক কাজে এখানে আসিনি। এটা আমার একান্তই পারিবারিক ভ্রমণ। টিউলিপ চাষের খবর শুনেছি বিভিন্ন গণমাধ্যমে। টিউলিপের সৌন্দর্য দেখে আমি অভিভূত। ঠান্ডার দেশের টিউলিপ তেঁতুলিয়ায় ক্ষুদ্র চাষীরা চাষ করেছেন এটা সত্যিই গৌরবের ব্যাপার।”

এর আগে সকালে মির্জা ফখরুল তার সপরিবার নিয়ে জেলার আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়ার মাজার পরিদর্শন শেষে তেঁতুলিয়ায় আসেন। এছাড়া বিকেলেই তার নিজ বাসভবন ঠাকুরগাঁওয়ে ফেরার কথা বলে জানা গেছে।

এদিকে পল্লী সহায়ক ফাউন্ডেশন (পিকেএসপি) অর্থায়নে ও ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (ইএসডিও) সহযোগীতা ও যৌথ উদ্দ্যােগে প্রথমবারের মতো খামার পর্যায়ে পরীক্ষামূলকভাবে তেঁতুলিয়ায় টিউলিপের চাষ হয়েছে।

Link copied!